দুই দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
বিগত ১৮ জুলাই ২০২৩ ইং তারিখে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর আয়োজনে রিকভারী এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় আরডিএস প্রধান কার্যালয়ে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ণ বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মো: নূরু উদ্দিন। দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা করেন জনাব গোলাম জিলানী ব্যবস্থাপক (কার্যক্রম) ও উপ প্রকল্প সমন্বয়কারী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। উদ্বোধনী অনুষ্ঠানে জনাব গোলাম জিলানী বলেন সরকারী অর্থায়নে পরিচালিত প্রকল্পটির লক্ষ্যার্জনে সবাইকে দায়িত¦শীলভাবে কাজ করতে হবে। প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার ট্রেনারগণ ময়মনসিংহ, শেরপুর, জামালপুরের তরুণ ও পিছিয়ে পড়া ছোট উদ্যোক্তাদের মেন্টরিংয়ের পাশাপাশি সফট স্কিল বা জীবন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করবেন। সংস্থার ২০ জন কর্মকর্তার অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণে রেইজ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং এলাকার পিছিয়ে পড়া জন গোষ্ঠির জীবন মান উন্নয়নের জন্য যুব বেকারদের বিভিন্ন ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা বিষয়ে আলোচনা ও চলমান কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপনসহ প্রশিক্ষণ ও কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য যে রেইজ প্রকল্প বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে ৭০ টি বেসরকারি সংস্থার মাধ্যমে সারা দেশের বিভিন্ন জেলার শহর ও উপ-শহর এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির আওতায় প্রায় ২ লক্ষ তরুণকে নতুন উদ্যোগ তৈরি ও সম্প্রসারনে সহায়তা প্রদান করা হবে।