বিনামূল্যে নবজাতক ও শিশু রোগ বিষয়ক চিকিৎসা ক্যাম্প
রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) ২৩/০৫/২০২৩ ইং তারিখ সমৃদ্ধি কর্মসূচির আওতায় গোজাকুঁড়া দাখিল মাদ্রাসা, নালিতাবাড়ী, শেরপুর এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে নবজাতক ও শিশুরোগ বিষয়ক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় আরডিএস এ কার্যক্রম বাস্তবায়ন করেন। উক্ত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব আলী সরকার, ইউপি সদস্য জনাব মোঃ সারাফ উদ্দিন, গুজাকুঁড়া মাদ্রাসা সুপার- জনাব মাওলানা আব্দুল মান্নান এবং আরডিএস সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়করী জনাব মোঃ সাইদুর রহমান। উক্ত ক্যাম্প পরিচালনা করেন- শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ বিশ^জিৎ চৌধুরী-এসিস্ট্যান্ট প্রফেসর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাঃ মোঃ শাহজাহান-রেজিস্টার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ। এছাড়া সহযোগী হিসেবে কাজ করেছেন আরডিএস এর ২ জন স্বাস্থ্য সহকারী ও ১২ জন স্বাস্থ্য পরিদর্শক। এসময় মরিচপুরান ইউনিয়নের স্থানীয় জনগণ ও আরডিএস এর সদস্য সহ মোট ১৭৯ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।